তাড়াশে ৮দিনের শিশুকে নিয়ে পরীক্ষা দিচ্ছে সিমা
সিরাজগঞ্জের তাড়াশে ৮ দিনের শিশু বাচ্চাকে পাশে নিয়ে এইচ.এস.সি পরীক্ষা দিচ্ছে সিমা পারভীন।
উপজেলার কাউরাইল গ্রামের সাবেক মেম্বর তাহের আলীর মেয়ে সিমা পারভীন। সে কাউরাইল ইসহাক তফের আলী টেকনিক্যাল কলেজ থেকে ২০১৭ সালের এইচ.এস.সি পরীক্ষা দিচ্ছে
বুধবার মহিলা কলেজে এইচ.এস.সি পরীক্ষা কেন্দ্রে, শিশু বাচ্চাকে পাশে রেখে সিমা খাতুনকে পরীক্ষা দিতে দেখা যায়। সিমা জানান, ৪ এপ্রিল পরীক্ষা শুরু হবার পর আমার প্রসাব ব্যাথা উঠলে পরীক্ষা কেন্দ্রই আমার বাচ্চার জন্ম হয়। তার পর থেকেই আমি আমার শিশু বাচ্চাকে নিয়েই পরীক্ষা দিচ্ছি।
এ ব্যাপারে কাউরাইল টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান জানান, 'সিমা পারভীনকে সঠিক ভাবে পরীক্ষা দেবার সুযোগ করে দিয়েছি, তাকে একা এক রুমে একজন শিক্ষককের ডিউটিতে পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছি। সিমার মা তার শিশুটিকে সেবা করছে।
No comments
Thanks you for comment