আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। দুর্বল ডলার আর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের মন্দাবস্থার প্রেক্ষাপটে ধাতুটির বাজারের ঊর্ধ্বমুখিতাকে এগিয়ে নিচ্ছে। আর এর পরিপ্রেক্ষিতে গত পাঁচদিনের মধ্যে চতুর্থ দিনের মতো বেড়েছে স্বর্ণের দাম।
আগস্টে সরবরাহের চুক্তিতে মঙ্গলবার স্বর্ণের আউন্সপ্রতি দাম স্থির হয়েছে ১ হাজার ২৪৬ ডলার ৯০ সেন্টে। এ দাম আগের দিনের চেয়ে ৫০ সেন্ট বেশি। দিনশেষে আগের দিনের চেয়ে খুব বেশি দাম না বাড়লেও দিনের মধ্যভাগে মূল্যবান ধাতুটির আউন্সপ্রতি দাম ১ হাজার ২৫৩ ডলার ৮০ সেন্ট পর্যন্ত উঠেছিল। কিন্তু লন্ডনে অনুষ্ঠিত এক সভায় বৈশ্বিক অর্থনৈতিক গতি-প্রকৃতি নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারউইম্যান জ্যানেট ইয়েলেনের দেয়া বক্তব্যের প্রভাবে স্বর্ণের দাম কিছুটা কমে আসে।
এছাড়া মঙ্গলবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের ভোক্তা আস্থা সূচকেরও প্রভাব পড়েছে মূল্যবান ধাতুটির বাজারে। প্রসঙ্গত, প্রকাশিত প্রতিবেদনে ভোক্তা আস্থা সূচক আশাতীতভাবে বেড়ে ১১৮ দশমিক ৯ পয়েন্টে পৌঁছেছে বলে উল্লেখ করা হয়।
সূত্র: বণিক বার্তা
আগস্টে সরবরাহের চুক্তিতে মঙ্গলবার স্বর্ণের আউন্সপ্রতি দাম স্থির হয়েছে ১ হাজার ২৪৬ ডলার ৯০ সেন্টে। এ দাম আগের দিনের চেয়ে ৫০ সেন্ট বেশি। দিনশেষে আগের দিনের চেয়ে খুব বেশি দাম না বাড়লেও দিনের মধ্যভাগে মূল্যবান ধাতুটির আউন্সপ্রতি দাম ১ হাজার ২৫৩ ডলার ৮০ সেন্ট পর্যন্ত উঠেছিল। কিন্তু লন্ডনে অনুষ্ঠিত এক সভায় বৈশ্বিক অর্থনৈতিক গতি-প্রকৃতি নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারউইম্যান জ্যানেট ইয়েলেনের দেয়া বক্তব্যের প্রভাবে স্বর্ণের দাম কিছুটা কমে আসে।
এছাড়া মঙ্গলবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের ভোক্তা আস্থা সূচকেরও প্রভাব পড়েছে মূল্যবান ধাতুটির বাজারে। প্রসঙ্গত, প্রকাশিত প্রতিবেদনে ভোক্তা আস্থা সূচক আশাতীতভাবে বেড়ে ১১৮ দশমিক ৯ পয়েন্টে পৌঁছেছে বলে উল্লেখ করা হয়।
সূত্র: বণিক বার্তা
No comments
Thanks you for comment