সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীর হামলায় দুজন আহত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী গ্রামে গতকাল মঙ্গলবার মাদক সেবনের টাকা না দেওয়ায় দুজনকে কুপিয়ে আহত করেছে এক মাদক ব্যবসায়ী। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, উপজেলার সনমান্দী ইউনিয়নের সনমান্দী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে কাফারুন আক্তারের কাছে তার দেবর শাহ জালাল দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার কাছে মাদক সেবনের জন্য প্রতিনিয়ত টাকা চেয়ে আসছে। গতকাল মঙ্গলবার কাফারুন আক্তার তার দেবর শাহজালালকে টাকা না দেওয়ায় তাকে পিটিয়ে আহত করে । এ সময় কাফারুন আক্তারের ভাই আব্দুল গাফফার বাধা দেওয়ায় শাহ জালাল, শামসুল হক, নুরুল হক একত্রিত হয়ে আব্দুল গাফফারকে পিটিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুল গাফফার জানান, মাদকের টাকা না দেওয়ায় আমার বোনকে শাহ জালাল সহ তার তিন ভাই পিটিয়ে আহত করে। আমি বাধা দেওয়ায় আমাকে ও পিটিয়ে কুপিয়ে আহত করে। অপরদিকে শাহ জালালের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়দুল হক বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
No comments
Thanks you for comment