ঘরে ঘরে জ্বর
রাজধানীর মগবাজারের পেয়ারাবাগ এলাকার বাসিন্দা জহিরুল হক গত সপ্তাহে জ্বরে আক্রান্ত হন। বাসার পাশের একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে সেবনের পর শরীরের তাপমাত্রা একটু কমলেও কিছুক্ষণ পর তা আবার বেড়ে ১০২ থেকে ১০৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠে। এ অবস্থায় প্রতিবেশীর পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের ব্যবস্থা অনুযায়ী ওষুধ সেবনের পর জ্বর কমলেও এখন শরীর প্রচণ্ড দুর্বল ও ব্যথা অনুভব করছেন। জহিরুল হক যে বাড়িতে থাকেন ওই বাড়ির বিভিন্ন ফ্ল্যাটে আরও ২৪টি পরিবার বসবাস করেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক মাসে প্রতিটি পরিবারের কেউ না কেউ জ্বরে আক্রান্ত হয়েছেন।
No comments
Thanks you for comment