পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় মাশরাফির শোক
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে টানা দুই দিনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
একইসঙ্গে সেনা সদস্যসহ নিহত সকলের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেছেন তিনি।বুধবার দুপুর ১টা ১০ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই শোক জানান টাইগারস দলপতি।
ওই পোস্টে ম্যাশ লেখেন, 'পাহাড় কাটা আর অপরিকল্পিত বসত বাড়ির কারণে প্রায় প্রতিবছরই এই সময়টাতে পাহাড় ধ্বসের কারণে হতাহতের খবর শুনতে হয়। ভূমি ধসে নিহত সবার আত্মার শান্তি কামনা করছি।'
তিনি আরও লেখেন, 'উদ্ধার কাজে করতে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করছি। দেশের জন্য জীবন দেয়া সবাই পারে না, কিন্তু আপনারা পেরেছেন।'
প্রসঙ্গত, টানা বর্ষণে মঙ্গলবার ভোররাত ৪টার পর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দুই জেলায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এখন পর্যন্ত পাহাড় ধসে রাঙ্গামাটিতে ১০১, চট্টগ্রামে ২৭, বান্দরবানে ৬ ও খাগড়াছড়িতে ১ জন নিহতের খবর পাওয়া গেছে।
এছাড়া বুধবার কক্সবাজার ও খাগড়াছড়ি থেকে পাহাড় ধসে ও পাহাড়ি ঢলে নতুন করে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এ ঘটনায় ওই সব জেলায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
No comments
Thanks you for comment