সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার
সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী এবং হত্যাসহ ডজন খানেক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোহাম্মদ আলীকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ সোমবার (১২ জুন) দুপুরে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের আরজান আলী ছেলে।
এ ব্যাপারে থানার এসআই আবুল কালাম আজাদ জানান, উপজেলার শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলীর নামে হত্যা, ডাকাতি, মারামারিসহ প্রায় এক ডজন মামলা আছে। সে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
No comments
Thanks you for comment