আনুশকার সামনেই কেঁদে ফেলি: কোহলি
অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে বিরাট কোহলির সম্পর্কের কথা সকলেই জানেন। এ নিয়ে সংবাদমাধ্যমের কৌতূহল এক্কেবারে পছন্দ করেন না ভারতীয় দলনেতা।
কিন্তু এবার নিজেই নিয়ম ভাঙলেন। এ বছর সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক পদ থেকে সরে আসেন মহেন্দ্র সিং ধোনি। এরপর তার জায়গায় আসেন কোহলি।
সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলেছেন কোহলি।
‘আমি তখন মোহালিতে ছিলাম। আনুশকা আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ফোন কেটে আনুশকাকে খবরটা দিয়েছিলাম। তখন পুরনো দিনগুলি চোখের সামনে ভেসে উঠছিল। এই জাগায় পৌঁছতে পারব কখনও ভাবিনি। খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। ওর সামনেই কেঁদে ফেলি। তবে প্রথম আনুশকাকে খবরটা দিতে পেরে খুব ভাল লেগেছিল। ওইদিনটার কথা কোনো দিন ভুলব না। আশ্চর্যের ব্যাপার যে টেস্টে ক্রিকেটের অধিনায়কত্ব পাওয়ার সময় মেলবোর্নেও আনুশকা আমার সঙ্গে ছিল। সেই সময় একসঙ্গে অনেকটা ভাল সময় কাটিয়েছিলাম আমরা।’ বিরাট জানান।
No comments
Thanks you for comment