Header Ads


moving image by marquee html code

প্রবাসী সিলেট সমাজ কল্যান সমিতির উদ্যোগে মিলন মেলা

প্রবাসী সিলেট সমাজ কল্যান সমিতির উদ্যোগে মিলন মেলার
সংবাদদাতা আবু রাহমা রাহিমা ইউ,এ,ইঃ আরব আমিরাতে বসবাসরত প্রবাসী সিলেট সমাজ কল্যান সমিতির উদ্যোগে সকল শ্রেনীপেশার প্রবাসীদের যৌথ মিলনায়তনে এক মিলন মেলার আয়োজন করছে। অবশ্য যার-যার অবস্থান,ব্যাক্তি বিশেষের মর্যাদার দিক বিবেচনায় রাখা হয়েছে। উল্লেখ্য আবশ্যক যে উক্ত সংগঠনে নেই কোন রাজনীতির প্রভাব। সম্পুর্ন সামাজিকতায় আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্মানীত সকল আরব ইমিরাতস প্রবাসীদেরকে আমন্ত্রন জানানো যাইতেছে যে, অদ্য প্রথম বারের মত আরব ইমিরাতস এর পূর্ব ঊপকূলীয় অঞ্চলে সামাজিক অনুষ্টান অনুষ্টিত হতে যাচ্ছে।  উক্ত সভায় আমাদের সন্তানদের মেধা ও জ্ঞান অর্জনের জন্যে মঞ্চের অভিজ্ঞতার আলোকে  প্রবাসীদের অভিজ্ঞতা তুলে ধরা হবে,এবং ছুট্টমনিদের জন্যে থাকছে পুরস্কার।যেহেতু আরব আমিরাতের পূর্ব উপকূলীয় এই অঞ্চলে নেই আমাদের বাংলার জাতীয় কোন শিক্ষা-প্রতিষ্টান।
প্রবাসের মাটিতে আমরা স'সম্মানে থাকবো।আমাদের সাথে থাকবে: আমাদের ভাষা। আমাদের সাংস্কৃতি। আমাদের খন্ড বাংলাদেশ।
অতএব, সিলেট সমাজ কল্যান সমিতির সহযোগিতায় আগ্রহী প্রবাসীরা যোগাযোগ করিতে  নিম্নোক্ত ফোন নাম্বার দেওয়া হল।
যোগাযোগের জন্যে:
সাইস্তা চৌধুরী: ০৫০/৮৭০ ৫২৪৭
বদরূ্ুল আলম জুয়েল ০৫৫/৮৩৬ ১৫৭৫
মুজিবুর রহমান মুজিব  ০৫৫/৭৩০০ ৪৯৬
সৈয়দ তুহিনুল ইসলাম.০৫৫/২১৮৬ ৮৪৫
কামরুল হোসেন পাপলু ০৫৫/১২২ ৯৩৫৬
সময় সুচী: স্থানীয় সময় বিকাল ০৫:১৫ সুরু
অনুসঠান সুরু: ০৬:০১
নৈশভোজ: ১০:০০
রোজ শুক্রবার ০৪/০৮/২০১৭ ইং
স্থান: সিজি দিয়ার হোটেল (ফুজাইরাহ টাওয়ার এর সাথে)
আল- ফুজাইরাহ ইউ,এ,ই
প্রচারে: সিলেট সমাজ কল্যান সমিতি ফুজাইরাহ ইউ,এ,ই

No comments

Thanks you for comment

Powered by Blogger.