পুকুরের পানিতে ডুবে সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
বন্দর উপজেলার লাঙ্গলবন্দের কামতাল এলাকায় পানিতে ডুবে মো: ইয়াসিন নামের সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । ধামঘড় ইউনিয়নের কামতাল গ্রামের নবির হোসেন মেম্বারের বাড়ির ভারাটিয়া সুমনের ছেলে মো: ইয়াসিন নামের সাড়ে তিন বছরের শিশুর বাড়ীর পেছনে একটি পুকুরের পানিতে ডুবে মারা যায়। শিশুটি লাঙ্গলবন্দের মুছাপুড় ইউনিয়নের লাঙ্গলবন্দ বাজারের মিষ্টির দোকানদার জয়ার নাতি।
জয়ার ছেলে মো: সুমন পূর্বে হিন্দু ধর্মের অনুসারি ছিলেন, বর্তমানে সে মুসলিম ধর্মে অনুসারি। মুসলিম হওয়ায় সুমন কে তার পিতা জয়া মেনে নিতে পারেনি, কিন্তু নাতি হওয়ার পরে জয়া ও সুমনের মধ্যে সু-সর্ম্পক গড়েউঠে পূনরায়। এমন্ত অবস্থায় ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস শিশু ইয়াসিনের পানিতে ডুবে মৃত্যু হয়।
জয়ার ছেলে মো: সুমন পূর্বে হিন্দু ধর্মের অনুসারি ছিলেন, বর্তমানে সে মুসলিম ধর্মে অনুসারি। মুসলিম হওয়ায় সুমন কে তার পিতা জয়া মেনে নিতে পারেনি, কিন্তু নাতি হওয়ার পরে জয়া ও সুমনের মধ্যে সু-সর্ম্পক গড়েউঠে পূনরায়। এমন্ত অবস্থায় ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস শিশু ইয়াসিনের পানিতে ডুবে মৃত্যু হয়।
No comments
Thanks you for comment