সোনারগাঁয়ে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা
সোনারগাঁয়ে পারিবারিক কলহের জের ধরে বুধবার ইয়াছিন মিয়া (৫৫) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া গ্রামের আব্দুল বাতেন মিয়ার মেয়ের জামাতা। খবর পেয়ে পুলিশ ইয়াছিন মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া দীর্ঘদিন যাবত উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া গ্রামে নিজ শ্বশুরবাড়িতে স্বপরিবারে বসবাস করতেন। পারিবারিক কলহের জের ধরে বুধবার সকাল ১০টার দিকে ইয়াছিন মিয়া বিষপান করেন। এসময় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
No comments
Thanks you for comment