সোনারগাঁয়ে শোক দিবসের আলোচনা সভা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা শিক্ষা অফিস ও আইয়ূব আলী প্রধান ফাউন্ডেশন এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে উপজেলা হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীনুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা শিক্ষা কর্মকর্তা আফম জাহিদ ইকবাল, ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী আবু নাইম ইকবাল, পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপাপ্ত চেয়ারম্যান আলমগীর কবির, সদস্য মান্নান মেম্বার, ফিরোজ মেম্বার, মজিবর মেম্বার প্রমুখ। এসময় উপজেলার ১১৩ টি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments
Thanks you for comment