সোনারগাঁয়ে লাধুরচর গ্রামীন পাইপ ওয়াটার সাপ্লাই স্কীমের উদ্বোধন
সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ ডিসেম্বর রোববার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত গ্রামীন পাইপ ওয়াটার সাপ্লাই স্কীমের উদ্বোধন করা হয়েছে।
সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ স্কীমের শুভ উদ্বোধন করেন।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রশীদ মজুমদার, সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক।
আরো উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি মেম্বার আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আবু বকর সিদ্দিক বাবুল, খায়রুল আলম, জাতীয় পার্টি নেতা শিব্বির আহমেদ’সহ স্থানীয় আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক গ্রামবাসী।
No comments
Thanks you for comment