সোনারগাঁয়ে মাদকসেবীর ৬ মাসের কারাদন্ড
সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দামোদরদী এলাকার আবু কালাম (৪০) নামের এক ব্যক্তিকে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্ত আসামী আবু কালাম বৈদ্যেরবাজার ইউনিয়নের দামোদরদী এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
(২৪ ডিসেম্বর) রোববার দুপুরে সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম রুহুল আমিন রিমন এ কারাদন্ডাদেশ দেন।
জানা গেছে, সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র সিংহ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দামোদরদী এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে আবু কালামকে রোববার ভোর রাতে তার নিজ এলাকা থেকে মাদক সেবন কালে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির কর,েল সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম রুহুল আমিন রিমন ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন মাদকাসক্ত আবু কালামকে ।
No comments
Thanks you for comment