একটি সিনেমার গল্প’-র মুক্তির তারিখ ঘোষণা
দীর্ঘ বিরতির পর বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আলমগীর নিজের ষষ্ঠ চলচ্চিত্র নির্মাণ করেছেন। এর আগে পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেছেন নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। সেগুলো হল নিষ্পাপ, নির্মম, বৌমা, মায়ের দোয়া ও মায়ের আশীর্বাদ। সর্বশেষ ছবিটি করেছেন দুই বাংলার তারকাদের নিয়ে। এ সিনেমায় জুটি বেঁধেছেন বাংলাদেশের নায়ক আরিফিন শুভ ও কলকাতার নায়িকা ঋতুপর্ণা। ছবির নাম ‘একটি সিনেমার গল্প’। এতদিন সিনেমাটির শুটিং কিংবা কে থাকছেন কে যুক্ত হচ্ছেন এমন খবর প্রকাশিত হলেও ছবিটি মুক্তির তারিখ জানা যাচ্ছিল না। অবশেষে এ সিনেমা প্রেক্ষাগৃহে ছাড়ার তারিখ ঘোষণা করা হয়েছে।
পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৩ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। চলচ্চিত্রটির প্রচারণার কাজে ইতিমধ্যেই নেমে পড়েছেন আলমগীর। এক অনুষ্ঠানে আলমগীর বলেন, ১৩ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ‘একটি সিনেমার গল্প’। তার আগে প্রচারণার কাজ শুরু হচ্ছে। এখন তো প্রচারের যুগ, প্রচারেই প্রসার।
জানা যায়, আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ছবিটির সঙ্গে যুক্ত হলো অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল লিমিটেড। রোববার ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।
শিগগিরই ছবিটির ট্রেইলার মুক্তি দেওয়া হবে। পর্যায়ক্রমে অনলাইনে উন্মুক্ত করা হবে গানগুলো। বাংলাঢোলের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানগুলো পাওয়া যাবে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, টেলিফ্লিক্স ও এয়ারটেলস্ক্রিনে।
‘একটি সিনেমার গল্প’তে আলমগীরের পাশাপাশি অভিনয় করেছেন চম্পা, ঋতুপর্ণা, আরিফিন শুভ, সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।
No comments
Thanks you for comment