সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যান মাসুমের মায়ের দাফন সম্পন্ন
নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের মা শামীমা আক্তারের জানাযা সম্পন্ন হয়েছে।
শ্রদ্ধা,ভালবাসা ও উদ্ভেলিত অশ্রুভেজা নয়নে মরহুমাকে চির বিদায় জানাতে শত শত মুসল্লিরা মেঘনা শিল্পাঞ্চল স্কুল এন্ড কলেজ মাঠে সকাল ১০ ঘটিকায় উপস্থিত হয়েছিলেন জানাযার নামাজে।
সোনারগাঁয়ের সাংসদ লিয়াকত হোসেন খোকা, সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম, সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সম্পাদক এএইচএম মাসুদ দুলাল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, জামপুর ইউপি চেয়ারম্যান হামীম শিকদার শিপলু,বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আব্দুর রউফসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
No comments
Thanks you for comment