সন্ধান দিন - সন্ধানদাতাকে ১০,০০০/- টাকা পুরশকার প্রদান করা হবে
নাম- মোঃ হেলাল হাওলাদার (৩০), পিতা - মোঃ ফুল মিয়া হাওলাদার সাং- পশ্চিম বানিয়া খালী, থানা- সরন খোলা, জেলা- বাগেরহাট, উক্ত কাভ্যার ভ্যান গাড়ীর ড্রাইভার।
গত ১৪/০৬/২০১৮ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় সোনারগাঁ থানাধীন কাঁচপুর মোর হইতে আপেল ও অন্যান ফল মুল্য নিয়ে ৩০,০০০/- টাকা ভাড়া নির্ধারন করিয়া যশোরের ইয়দ্দেশ্যে রওনা করে। গাড়ীর ট্যাংকি লোড করিয়া তৈল ও আন্যান খরচের জন্য নগদ ১০,০০০/- টাকা নেয়। কিন্তু যশোরে সঠিক ভাবে মালামাল রাখিয়া , সে গাড়ী দিয়া যশোর হইতে খুলনা এলাকার ৪টি টিব মারে।যাহাররাভাড়া প্রায় ৪৫,০০০/- টাকা। একপর্যায়ে ২৬/০৬/২০১৮ ইং তারিখ খলনা ভোমরা হইতে নারায়ণগঞ্জ পঞ্চবটির উদ্দেশ্যে একটি ২০,০০০/- টাকা টিব নেয় এবং ২৮/০৬/২০১৮ ইং তারিখে সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় হেলপাড় মোঃ আলী (২৫) কাছে বোনের বাড়ী কথা বলিয়া চলিয়া যায়। কিন্তু কাভ্যার ভ্যানের যাবতিয় হিসাব নিকাশ সহ আন্যান ভাড়াকৃত চলার টিবের টাকা বুজাইয়া না দিয়া অজ্ঞাত স্থানে চলিয়া যায়।
যদি কোন ব্যক্তি বর্ণিত ব্যক্তির সন্ধান পান তাহলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগের জন্য বিনীত অনুরোধ করা হলো।
গত ১৪/০৬/২০১৮ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় সোনারগাঁ থানাধীন কাঁচপুর মোর হইতে আপেল ও অন্যান ফল মুল্য নিয়ে ৩০,০০০/- টাকা ভাড়া নির্ধারন করিয়া যশোরের ইয়দ্দেশ্যে রওনা করে। গাড়ীর ট্যাংকি লোড করিয়া তৈল ও আন্যান খরচের জন্য নগদ ১০,০০০/- টাকা নেয়। কিন্তু যশোরে সঠিক ভাবে মালামাল রাখিয়া , সে গাড়ী দিয়া যশোর হইতে খুলনা এলাকার ৪টি টিব মারে।যাহাররাভাড়া প্রায় ৪৫,০০০/- টাকা। একপর্যায়ে ২৬/০৬/২০১৮ ইং তারিখ খলনা ভোমরা হইতে নারায়ণগঞ্জ পঞ্চবটির উদ্দেশ্যে একটি ২০,০০০/- টাকা টিব নেয় এবং ২৮/০৬/২০১৮ ইং তারিখে সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় হেলপাড় মোঃ আলী (২৫) কাছে বোনের বাড়ী কথা বলিয়া চলিয়া যায়। কিন্তু কাভ্যার ভ্যানের যাবতিয় হিসাব নিকাশ সহ আন্যান ভাড়াকৃত চলার টিবের টাকা বুজাইয়া না দিয়া অজ্ঞাত স্থানে চলিয়া যায়।
যদি কোন ব্যক্তি বর্ণিত ব্যক্তির সন্ধান পান তাহলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগের জন্য বিনীত অনুরোধ করা হলো।
সন্ধানদাতাকে ১০,০০০/- টাকা পুরশকার প্রদান করা হবে।
নিবেদক
মোঃ কবির হোসেন
০১৭১৪-২১৮০৬৩ / ০১৬৭৭-০৪২৯২৫
আষাঢ়িয়ার চর, নিউটাওন মেঘনা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ
No comments
Thanks you for comment