স্বজনদের ডাকে সাড়া দিচ্ছেন এরশাদ
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। স্বজন এবং চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন এরশাদ। তিনি আধো ঘুম আধো জাগরণে সাড়া দিচ্ছেন এবং চোখ মেলছেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানী অফিসে এক সংবাদ সম্মেলনে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এ কথা বলেন।
এ সময় এরশাদের ছোট ভাই বলেন, আজো গতকালের মতই তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকরা এটাকে ইতিবাচক মনে করছেন।
এর আগে সোমবার বিকালে হাসপাতালে বিরোধীদলীয় নেতা এরশাদকে দেখে আসার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেছিলেন, এরশাদ লাইফ সাপোর্টে আছেন, তার অবস্থা ক্রিটিক্যাল।
তবে জিএম কাদের বরাবরই বলে আসছেন, তার ভাইকে অক্সিজেন দেওয়া হচ্ছে, লাইফ সাপোর্ট নয়।
মঙ্গলবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, লাইফ সাপোর্ট বলতে আমরা যা বুঝি যে- ভেন্টিলেশনের মাধ্যমে, সম্পূর্ণ কৃত্রিমভাবে নিশ্বাস-প্রশ্বাস চালু রাখা, ওই অবস্থায় তিনি (এরশাদ) যাননি। তার অবস্থা আগের মতোই স্থিতিশীল আছে।
জিএম কাদের বলেন, উনি ডাকলে চোখ মেলছেন, তাকাচ্ছেন। ডাক্তারদের ভাষায় উনি তন্দ্রাচ্ছন্ন অবস্থার মধ্যে আছেন। কোনো সময় সজাগ হচ্ছেন, কোনো সময় আবার ঘুমিয়ে যাচ্ছেন। একেবারে সজ্ঞানে আছেন বলা যাবে না, তবে রেসপন্স করছেন। আমি দেখেছি।
No comments
Thanks you for comment