সোনারগাঁয়ে কভার্ডভ্যান সহ ৪ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ আটক
গত ২৫শে অক্টোবর শুক্রবার একটি কাভার্ড ভ্যানসহ ৪ লক্ষ টাকার চোরাই কাঠ আটক করেছে সোনারগাঁও ফরেষ্ট চেক বন বিভাগ । এই বিষয় জানতে চাইলে, সোনারগাঁও ফরেষ্ট চেক বন বিভাগীয় কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মোঃ জহরুল ইসলাম জানান, গতকাল বিকাল ৩টার সময় গোপন সূত্রের মাধ্যমে যানতে পেরেছি চট্টগ্রাম হইতে ( ঢাকা মেট্রো-ন ১১-০১৩২ ) একটি কাভার্ড ভ্যান যার মধ্যে সেগুন কাঠ পাচার করে ঢাকার কোন এক জায়গায় হস্তক্ষেপ করা হবে।
এই সংবাদের ভিত্তিতে সোনারগাঁও ফরেষ্ট চেক বন বিভাগ টহল দারি জোরদার করেন। তারপর রাত্রি ৩টার দিকে একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে কাভার্ড ভ্যানটি থামার সঙ্গে সঙ্গে চালক পালিয়ে যান। পরে ওই কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৪ লক্ষ টাকার সম পরিমান সেগুন কাঠ উদ্ধার করা হয় ।
No comments
Thanks you for comment