আফ্রিদি শোধরাচ্ছেন না কিছুতেই! এবার সচিনকে নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য
নিজস্ব প্রতিবেদন- কেন তাঁর এত ভারত বিদ্বেষ! সব সময় কি তিনি ভারত ও ভারতীয় তারকাদের নিয়েই ভাবনা-চিন্তা করতে থাকেন! না হলে দুদিন পর পরই এদেশের যে কোনও ব্যাপারে তিনি কেন আলটপকা মন্তব্য করেন! কোনওদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অশালীন মন্তব্য করেন। কখনও আবার বলেন, ভারতীয় দলের তারকারা নাকি পাকিস্তানের কাছে হারের পর মাফ চাইতেন! তিনি আসলে কী চান! সেটাই আসলে বোঝা দায়! তিনি কি এসব বেফাঁস মন্তব্য করে মনে সুখ পান! নাকি শুধুমাত্র প্রচারের আলোয় থাকার জন্যই এমন সব মন্তব্য করেন তিনি! আরও একবার শাহিদ আফ্রিদি স্বমহিমায়। এবার তিনি খোঁচা দিলেন সচিন তেন্ডুলকরকে।
No comments
Thanks you for comment