সোনারগাঁয়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২, সুস্থ ৬
এ নিয়ে সোনারগাঁয়ে ৪৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ৫ জনসহ মোট সুস্থ ৩৩৪ জন, মৃত্যু বরণ করেছেন ১৬জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৯১।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা মঙ্গলবার দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ৬ জনের নমুনার রির্পোট পেয়েছি তার মধ্যে ১ জন পুরুষ ও ১ জন মহিলার দেহে করোনা সনাক্ত হয়েছে। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৪৪১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৩৪ জন, মৃত্যুবরণ করছেন ১৬জন আর চিকিৎসা নিচ্ছেন ৯১ জন।
তার দেয়া তথ্য মতে পৌরসভার কৃষ্ণপুরা ১ জন মহিলা ও জামপুরের ১ জন স্বাস্থ্যকর্মী কোভিট ১৯ আক্রান্ত হয়েছেন।
তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ১৯৬৬ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৪৪১ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ১৬ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৩৩৪ জন সুস্থ হয়েছেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্য নিম্নে দেয়া হল:
সর্বশেষ প্রাপ্ত ৬ জনের ফলাফল অনুযায়ী ২ জন COVID-19 পজিটিভ এবং ৪ জন নেগেটিভ এসেছে।
২ জন পজেটিভের মধ্যেঃ
২ জন প্রাপ্তবয়স্কা মহিলা
তন্মধ্যেঃ- ১ জন মহিলা – কৃষ্ণপুরা, আমিনপুর।
১ জন মহিলা – জামপুর FWC, জামপুর।
No comments
Thanks you for comment