নারায়ণগঞ্জে আরও ২০ জনের করোনা শনাক্ত
নারায়ণগঞ্জে নতুন করে আরও ২০ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৩ জনে। আজ সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা করোনাভাইরাস–বিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২১ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ জন। আক্রান্তের পর আইসোলেশনে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৩৯ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৬২১ জনের।
No comments
Thanks you for comment